Breaking News :

‘জামায়াত কর্মী’ ভেবে আওয়ামী লীগ নেতাকে আটক করল পুলিশ

অনলাইন ডেস্ক :

ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় মিছিলের পাশ থেকে ‘জামায়াত কর্মী’ সন্দেহে পুলিশের ধাওয়ায় আটক তিন ব্যক্তির মধ্যে দু’জন আওয়ামী লীগের নেতা। তাদের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে। এদের একজন আব্দুল মোতালেব ব্যাপারী। তিনি নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য।

এবারে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু পাননি। তার সঙ্গে আটক আনিছুর রহমান বেরুবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তবে আনিছুর ঢাকায় বায়তুল মোকাররমের পাশে ব্যবসা করেন বলে জানা গেছে।

তবে আটক দু’জনকে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মাজু।

তিনি বলেন, এটা ভুল বোঝাবুঝি ছিল। তারা নামাজ পড়ে বের হয়েছিল। এর মাঝে মিছিলের লোকজন সেখান দিয়ে ছুটে যাওয়ায় জামায়াতকর্মী সন্দেহে তাকে আটক করে। পরে পরিচয় পেয়ে ছেড়ে দেয়।

জুমআ’র নামাজের পর তাদের আটকের ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। এ ঘটনায় আব্দুল মোতালেবের ভাই আব্দুল মান্নান বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নেয়ার জন্য মোতালেব ঢাকায় গিয়েছিলেন। তখন থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার বায়তুল মোকারম মসজিদে জুমআ’র নামাজ শেষে বের হলে পুলিশ তাকে আটক করে।