Breaking News :

ভোলায় পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক :

ভোলা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিলশেডে জনাব সুলতানা রাজিয়া, প্রধান শিক্ষিকা, পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা, ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরজাহান ইসলাম সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ভোলা। বিশেষ অতিথি জনাব নুরজাহান ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পরীক্ষার ফলাফল প্রকাশ প্রত্যেকটি শিক্ষার্থীর জন্যই মানসিক টেনশনের কারণ।যেসব শিক্ষার্থী পরীক্ষায় ভালো করেছো তাদের জন্য শুভকামনা এবং যারা আশানুরূপ ফলাফল করতে পারো নাই তাদের জন্যও শুভকামনা রইলো, আমি আশারাখি তোমরা আগামীতে এই অনুষ্ঠানের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে আরোও ভালো ফলাফল অর্জন করবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করবেন। অতিরিক্ত চাপ প্রয়োগ করে কখনোই ভালো কিছু আশা করা যায় না। তাদেরকে নৈতিক মূল্যবোধ এর পাশাপাশি ধর্মীয় শিক্ষায় জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে হবে। পরে প্রধান অতিথির পক্ষে বিশেষ অতিথি জনাব নুরজাহান ইসলাম ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করেন এবং ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন। এ সময় জনাব নাজনীন তৃষা, পুনাক সহসভানেত্রী, আর আই পুলিশ লাইন্স, পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।