Breaking News :

ফেডারেশন বয়কটের ডাক দিলেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ

খেলা ডেস্ক :

বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার নেওয়ার পর তাতে লাথি মেরে বেশ আলোচনার জন্ম দিয়েছেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে পুরস্কারে লাথি মারার সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। পুরস্কারে লাথি মারার কারণ সম্পর্কে জানতে চাইলে জাতীয় পর্যায়ের এই পেশাদার বডিবিল্ডার বলেন, যা করেছি বেশ করেছি, ভালো করেছি । আরও করব, আপনারা তো চোর। এবার পুরস্কারে লাথি মারছি, সামনের বার চেহারায় লাথি মারা দরকার আপনাদের। এ সময় বডিবিল্ডিং ফেডারেশনকে দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে সর্বসাধারণকে তা বয়কটের দাবি জানান জাহিদ হাসান শুভ।