চরফ্যাশনে নববধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা? জনমনে নানা প্রশ্ন
অনলাইন ডেস্ক :
ভোলার চরফ্যাশন উপজেলায় বসতঘর থেকে সোনিয়া (১৯) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শশিভূষণ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার শশিভূষণ থানা এলাকার উত্তর চর মঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। শশিভূষণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সোনিয়া ওই গ্রামের মো. আল-আমীনের স্ত্রী এবং মোর্শেদ মুলাইয়ের মেয়ে। আল-আমীন পেশায় রাজমিস্ত্রী। ৫ মাস আগে পারিবারিকভাবে আল-আমীন ও সোনিয়া আক্তারের বিয়ে হয়। সোনিয়ার স্বামী আল-আমীন ও বাবা মোর্শেদ মুলাই জানান, দাম্পত্য ও পারিবারিক জীবনে তারা সুখে ছিলেন। ঘটনার ৩০ মিনিট আগে সোনিয়া স্বামী আল-আমীনকে সঙ্গে নিয়ে শ্বশুড়বাড়ি থেকে বাপের বাড়ি বেড়াতে আসে। আল-আমীন সোনিয়াকে বাড়িতে রেখে দোকানে চা খেতে গেলেই ঘরে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন সোনিয়া। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।